কুয়েট সংবাদদাতা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে দুদিনব্যাপী ন্যাশনাল মেকাট্রনিক্স ফেস্ট ‘ক্যালিব্রেশন ১.০’ শুরু হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘ক্যালিব্রেশন ১.০’ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাহিদুল ইসলাম, বিএইউএসটি, খুলনার ভাইস-চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির ভূইয়া ও সিনকোসের ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সরোয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেস্টের আহ্বায়ক ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হেলাল-আন-নাহিয়ান।
মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে ‘ক্যালিব্রেশন ১.০’ বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্টে সাজানো হয়েছে। দেশের ১৭টি বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী এ ফেস্টে অংশগ্রহণ করছেন। মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে শিক্ষার্থীদের উদ্ভাবনীমূলক চিন্তাধারা ও কাজের বেশি বেশি সুযোগ করে দেওয়া এ ফেস্টের প্রধান উদ্দেশ্য। প্রতিযোগিতামূলক ইভেন্টগুলো রোবটিক্স অ্যান্ড আইটি অলিম্পিয়াড, প্রোজেক্ট শোকেসিং, ক্যাড কনটেস্ট, রুবিকস কিউবস, পোস্টার প্রেজেন্টেশন, শসার বুট শোডাউন, এলএফআর কনটেস্ট, আরসি স্পিড ব্যাটেলসহ বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আগামী শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় পুরস্কার বিতরণীর মাধ্যমে ‘ক্যালিব্রেশন ১.০’ শেষ হবে।