প্রতিদিনের ডেস্ক
ইনস্টাগ্রামে আপনার পোস্ট কে দেখবে আর কে দেখবে না তা নির্ধারণ করতে পারবেন নিজেই। ফ্লিপসাইড ফিচারের মাধ্যমে এই সুযোগ পাওয়া যাবে। পরীক্ষামূলক ভাবে কিছু ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে এই ফিচার। তাদের প্রতিক্রিয়া পাওয়ার পর ফিচারটি পুরোপুরি উন্মুক্ত করার ঘোষণা দেওয়া হবে। দ্য স্ট্যান্ডার্ড এক প্রতিবেদনে জানিয়েছে, যারা নিজেদের পোস্ট কেবল ঘনিষ্ঠজনদের মধ্যে সীমিত রাখতে চান, তাদের সেই সুযোগ দেবে এই ফ্লিপসাইড ফিচার।
প্রাইভেসির জন্য ইনস্টাগ্রামে অনেকেই একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করেন। ফ্লিপসাইড ফিচার চালু হলে পাবলিক অ্যাকাউন্ট থেকেই ব্যক্তিগত অ্যাকাউন্টের মতো আলাদাভাবে নির্দিষ্ট ব্যক্তিদের জন্য পোস্ট করা যাবে।
জানা গেছে, ইনস্টাগ্রাম এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের একটি নতুন ইউজারনেম, প্রোফাইল পিক এবং বায়ো আপলোড করার সুবিধা দেবে। অর্থাৎ ফ্লিপসাইড প্রোফাইল মূল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থেকেও একটা আলাদা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।