২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

গবেষকদের তথ্য ব্যবহারের সুবিধা দেবে মেটা

প্রতিদিনের ডেস্ক
সেন্টার ফর ওপেন সায়েন্সের (সিওএস) সঙ্গে নতুন চুক্তি করেছে মেটা। সিওএসের সঙ্গে একটি পাইলট প্রকল্পে কাজ করবে কোম্পানিটি। বিশেষ করে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করা সাপেক্ষে ভলান্টারি কার্যক্রমের জন্য তথ্য ব্যবহার করবে। খবর এনগ্যাজেট।সংস্থাটি জানায়, এ গবেষণার মাধ্যমে কীভাবে বিভিন্ন বিষয় জনসাধারণের ভালো থাকা বা না থাকার বিষয়ে জানানো হবে। পাইলট প্রোগ্রামটি কোন বিষয়গুলো নিয়ে পরিচালিত হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে সংস্থাটি জানায়, এতে প্রি-রেজিস্ট্রেশনের পাশাপাশি আরলি পিয়ার রিভিউ পদ্ধতি ব্যবহার করা হবে।
সংস্থাটি আরো জানায়, জরিপ বা গবেষণার মাধ্যমে সর্বসাধারণের জন্য ফল প্রকাশ করা হবে। এখানে শুধু প্রচলিত ধারণা বা একজনের মতামতকে প্রাধান্য দেয়া হবে বিষয়টি তা নয়। গত বছর এনগ্যাজেটকে দেয়া বিবৃতিতে মেটা জানায়, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো জরিপ পরিচালনা করা হয়নি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়