প্রতিদিনের ডেস্ক
দেশের একমাত্র আবাসিক সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ধারাবাহিকভাবে কমেই চলেছে। বিশ্ববিদ্যালয়টিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের চেয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষায় ৫১ হাজার ৬৫১টি আবেদন কমেছে।বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১১টা ৫৯ মিনিটে এবারের অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিসের তথ্য অনুযায়ী, এবছর ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে ১ লাখ ৯৭ হাজার ৩৫৯টি আবেদন জমা পড়েছে। সেই হিসাবে এবার প্রতি আসনের বিপরীতে লড়বে প্রায় ১০৮ জন শিক্ষার্থী। যেখানে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১ হাজার ৮৮৮টি আসনের বিপরীতে ২ লাখ ৪৯ হাজার ১০টি আবেদন জমা পড়েছে। সেবার প্রতি আসনের বিপরীতে ১৩৬ জন শিক্ষার্থী লড়েছেন। এমনকি ২০২১-২২ শিক্ষাবর্ষে ১ হাজার ৮৮৮টি আসনের বিপরীতে ২ লাখ ৮৪ হাজার ৬০৬টি আবেদন জমা পড়ে। ওইবছর প্রতি আসনের জন্য ১৫১ ভর্তিচ্ছু প্রতিযোগিতা করেন।
অন্যদিকে, ২০২০-২১ শিক্ষাবর্ষে মোট ৩ লাখ ৭ হাজার ৯৭৯ জন ভর্তিচ্ছু আবেদন করে বলে জানা যায়। সে তুলনায় এবার বিশ্ববিদ্যালয়টিতে ১ লাখ ১০ হাজার ৬২০ জন ভর্তিচ্ছু কমেছে। যদিও কর্তৃপক্ষের দাবি, সেবার বিশ্ববিদ্যালয়টিতে ১০ টি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়ায় একই শিক্ষার্থী একাধিক ইউনিটে আবেদন করে।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।