প্রতিদিনের ডেস্ক
থার্ড পার্টি অ্যাপ ব্যবহারকারীদের সুখবর দিতে যাচ্ছে গুগল। নতুন ফিচারের আওতায় ছবি ও ভিডিও ধারণের ক্ষেত্রে এইচডিআর ফিচার সুবিধা পাবেন তারা। খবর টেকটাইমস।
পিক্সেল ৮ সিরিজে আল্ট্রা এইচডিআর ফিচারটি গত বছরই যুক্ত করা হয়েছিল। এছাড়া ইনঅ্যাপ ক্যামেরা দিয়ে এটি ব্যবহার করা যেত। যেখানে থার্ড পার্টি অ্যাপগুলোয় এ ফিচার ব্যবহারের সুবিধা ছিল না। সে সময় বলা হয়েছিল, অ্যান্ড্রয়েড ও আইওএস স্মার্টফোনগুলোর মধ্যে মান সম্পর্কিত ব্যাপক পার্থক্য রয়েছে। বিশেষ করে গুগল যেসব অ্যাপ নিয়ে কাজ করে।
এক্সে (টুইটার) দেয়া এক পোস্টে মিশাল রহমান জানান, অ্যান্ড্রয়েড ১৪তে আল্ট্রা এইচডিআর ফিচার আনছে গুগল যা থার্ড পার্টি অ্যাপগুলোকে তাদের আউটপুটের গুণগত মান উন্নত করার সুযোগ দেবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরে জন্য এটি দীর্ঘদিনের একটি সমস্যা ছিল। কারণ, থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে তোলা ছবির কোয়ালিটি ভালো হতো না।
হাই ডাইনামিক রেঞ্জ (এইডিআর) গুণগত মানের আউটপুটের জন্য বহুল পরিচিত। এটি সঠিক আলো এবং ডিটেইলস ধরে রাখার মাধ্যমে ছবির গুণগত মান উন্নত করতে সহায়তা করে থাকে।
অন্যদিকে স্যামস্যাংয়ের সর্বশেষ গ্যালাক্সি এস২৪ সিরিজ প্রথম এ আল্ট্রা এইচডিআর ফিচারটি থার্ড পার্টি অ্যাপে ব্যবহারের সুবিধা চালু করেছে।
ক্যামেরা এক্স এপিআইয়ের মাধ্যমে ছবি বা ভিডিও ধারণের সময় আল্ট্রা এইচডিআরের মাধ্যমে জেপিইজি_আর ফরম্যাটে সংরক্ষণের সুবিধা দেবে। অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে এ সুবিধা বেশি পাওয়া যাবে।