১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

পাইকগাছায় মুক্তিযোদ্ধা কল্যান ট্রাষ্টের পক্ষে ৩৬ জন মুক্তিযোদ্ধার ৭২ হাজার টাকা প্রদান

আব্দুর রাজ্জাক বুলি, পাইকগাছা
পাইকগাছায় মুক্তিযোদ্ধা কল্যান ট্রাষ্টের পক্ষ থেকে ৩৬ জন মুক্তিযোদ্ধার ২ হাজার টাকা করে মোট ৭২ হাজার টাকা দেয়া হয়েছে। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চুর সভাপতিত্বে এ সহায়তার টাকা দেয়া হয়। এ সময় অতিথি হিসেবে ছিলেন, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু। বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী রুহুলামীন, ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক মলঙ্গী, সহকারী কমান্ডার, রনজিৎ কুমার সরকার, কাজী তোকারাম হোসেন, জামির হোসেন, আনিছুর রহমান, আব্দুল ওয়াদুদ, শহীদ কাগুচি, মাজেদ সরদার, আব্দুর রহমান। অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ৫০ জন অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে শীত বস্ত্র দেয়া হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়