১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

পুরো সিরিজের জন্য জাদেজা শামিকে নিয়ে শঙ্কায় ভারত

প্রতিদিনের ডেস্ক
হায়দরাবাদ টেস্টে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন ভারতীয় অলরাউন্ডার বরীন্দ্র জাদেজা। প্রথমে ধারণা করা হয়েছে, তিনি পাঁচ সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে না পারলেও পরের ম্যাচগুলোতে খেলতে পারবেন না। কিন্তু না, চোট মোটেও সাধারণ নয়। যে কারণে পুরো সিরিজের জন্যই জাদেজাকে নিয়ে শঙ্কায় পড়েছে ভারত। হ্যামস্ট্রিং চোট থেকে সেরে ওঠতে সাধারণত ৪ সপ্তাহ সময় লাগে। ততক্ষণে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ দিকের চলে যাবে। যে কারণে, জাদেজাকে পুরো সিরিজের জন্যই মিস করবে ভারত। ইংলিশদের বিপক্ষে ভারতের সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে ৭ মার্চ। হায়দরাবাদে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করেছেন জাদেজা। প্রথম ইনিংসে এই অলরাউন্ডারের ব্যাট থেকে ভারত পেয়েছে ৮৭ রান। বল হাতে জাদেজা তুলে নেন ৮৮ রান খরচায় ২ উইকেট। যদিও নাটকীয়ভাবে ম্যাচটি ২৮ রানে হেরেছিল ভারত। অন্যদিকে সিরিজের প্রথম দুই টেস্টে না থাকলেও পরের ম্যাচগুলোতে খেলার কথা ছিল ভারতীয় পেসার মোহাম্মদ শামির। তার ইনজুরিও ভালোমতো সেরে ওঠেনি। যে কারণে, সিরিজের বাকি ম্যাচগুলোতে শামিকে না পাওয়ার চিন্তায় পড়তে হয়েছে ভারতকে। বিশ্বকাপে বাঁ-পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছিলেন ভারতীয় পেসার। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে আজ শুক্রবার থেকে শুরু হওয়া টেস্ট ম্যাচে নেই বিরাট কোহলি। প্রথম দুই ম্যাচে ব্যক্তিগত কারণে খেলবেন না তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়