২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

প্রায় ৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

প্রতিদিনের ডেস্ক
ঘন কুয়াশার কারণে প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।শুক্রবার (২ ফ্রেবুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়।এর আগে ঘন কুয়াশায় কারণে রাত সাড়ে ৪টা থেকে নৌপথের মার্কিং বাতি দৃষ্টিসীমার বাইরে চলে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে অল্প কিছু যানবাহন নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া সহকারী ঘাট ব্যাবস্থাপক খোরশেদ আলম জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ৯টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে যানবাহনের কোনো সিরিয়াল নেই। এর আগে ঘন কুয়াশার কারণে রাত ৪টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে এ রুটে ছোট বড় ১২টি ফেরি চলাচল করছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়