প্রতিদিনের ডেস্ক
বয়স ৪৪। এখনো ছাঁদনাতলায় যাননি টলিউড-বলিউড অভিনেত্রী রাইমা সেন। অর্থাৎ, বিয়ে করেননি নায়িকা। তবে এবার বোধহয় সেই কাজ সমাধা করতে চলেছেন প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন। কারণ, অভিনেত্রী নাকি পাত্র খুঁজতে শুরু করেছেন।
সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে নায়িকা বলেন, ‘আমি তো বিয়ে করতে চাই। পাত্র খুঁজে দিলেই বিয়ে করব।’ এক দিকে মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি তিনি, অন্যদিকে আবার রাজ পরিবারের মেয়ে। পাত্র খোঁজা কি এতই সহজ? কেমন পাত্র চাই রাইমার?
সাংবাদিকদের এমন প্রশ্নে অভিনেত্রীর স্পষ্ট উত্তর, ‘ভালো মনের মানুষ চাই। এমন একজন, যে আমার জীবনধারার সঙ্গে মিশে যেতে পারবে, সঙ্গে একটু রসবোধ থাকবে। আর ব্যাংকে টাকা থাকা তো অবশ্যই জরুরি। ওটা না থাকলে তো চলবে না।’
রাইমা আরও বলেন, ‘আমি সারাক্ষণ যে আংটিটা পরে থাকি তা দেখে অনেকেই ভাবেন আমি হয়তো এনগেজড। কিন্তু সবাইকে বলতে চাই, আমি সিঙ্গেল।’