প্রতিদিনের ডেস্ক
গাজীপুরের শ্রীপুরে গ্লোব গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামক মোজা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাঁটিয়াবাড়ী এলাকায় ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে কাপাসিয়া, শ্রীপুর ও রাজেন্দ্রপুর চৌরাস্তা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে জয়দেবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, গ্লোব গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেড কারখানার দুই ও তিন তলা থেকে ধোঁয়া বের হতে দেখে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে আগুন লাগার কারণ সম্পর্কে তিনি কিছুই জানাতে পারেননি। কারখানার ভেতরে সাংবাদিকদের প্রবেশে বাধা প্রদান করা হয়।