প্রতিদিনের ডেস্ক
দুই নায়িকা নাকি কখনো বন্ধু হতে পারে না! তাদের মধ্যে নাকি শুধুই ঝগড়া হয়। হিংসা তো থাকেই। এমনকি, থাকে বয়ফ্রেন্ড নিয়ে টানাটানির গল্পও। তবে এসব পুরনো ভাবনাকে তুড়ি মেরে উড়িয়ে নজির সৃষ্টি করেছেন সারা আলি খান ও অনন্যা পাণ্ডে। তাদের মধ্যে হিংসা নেই। রেষারেষিও নেই। সম্প্রতি কফি উইথ করণে একই সঙ্গে এসেছিলেন দু’জন। সেখানে ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথাও বলেছেন তারা