২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সূচি প্রকাশ

প্রতিদিনের ডেস্ক
তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে বাংলাাদেশে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আগামী ১ মার্চ বিপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, ওইদিনই শ্রীলঙ্কা দল ঢাকায় পৌঁছবে। লঙ্কানদের এবারের বাংলাদেশ সফর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। আগামী ৪ মার্চ প্রথম টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ৬ ও ৯ মার্চ একই ভেন্যুতে হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। প্রথম দুটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬ টা থেকে। ফাইনাল ম্যাচটি শুরু হবে বিকাল ৩ টায়। টি-টোয়েন্টি সিরিজ শেষ করে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল যাবে চট্টগ্রামে। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের উদ্বোধনী ম্যাচ হবে ১৩ মার্চ। বাকি দুটি ম্যাচ হবে ১৫ ও ১৮ মার্চ। প্রথম দুটি ম্যাচ হবে দিবারাত্রিতে। ফাইনাল ওয়ানডে ম্যাচটি শুরু হবে সকাল ১০ টায়। গত ১১ বছরের ইতিহাসে এই প্রথম এত তাড়াতাড়ি ওয়ানডে ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল আবার সিলেটে ফিরবে। প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ২২ মার্চ, চায়ের দেশ খ্যাত সিলেট নগরীতে। দ্বিতীয় টেস্ট খেলতে চট্টগামে যাবে দুই দল। সিরিজের শেষ টেস্টটি হবে আগামী ৩০ মার্চ। ঢাকার শেরে বাংলা আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার পর থেকে এই প্রথম টেস্ট সিরিজের কোনো ম্যাচের আয়োজন করা হচ্ছে না এখানে। কারণ, এই সময়ে শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া নারী দল। প্রথমবারের মতো সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অসিরা। রমজান মাস চলাকালে সিরিজগুলো অনুষ্ঠিত হবে। গত বছরও রমজান মাসে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হয়েছিল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়