মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিরুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার ধানখোলা ইউনিয়ানের জালশুকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিরুল ওই গ্রামের মৃত আব্দুস সাত্তার বিশ্বাসের ছেলে। পারিবারিক সূত্রের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আমিরুল তার বাড়ির পাশের একটি জমিতে বৈদ্যুতিক পাম্প দ্বারা সেচ দিচ্ছিলেন। সেচ দেওয়া শেষে পাম্পটির সুইচ বন্ধ করাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারুক হোসেন জানান, আমিরুলকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।