প্রতিদিনের ডেস্ক
বিশাখাপত্তমকে যেভাবে ব্যাটিং পিচ বলা হচ্ছিল– সেভাবে রান করতে পারেনি ইংল্যান্ড। প্রথম ইনিংসে ভারত সব উইকেট হারিয়ে ৩৯৬ রান তুলেছিল। যেখানে একক কৃতিত্ব ওপেনার যশস্বী জয়সওয়ালের। ষষ্ঠ টেস্ট খেলতে নেমেই তিনি প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেলেন। বিপরীতে প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতা দেখিয়েছে সফরকারীরা। জাসপ্রিত বুমরাহ’র ৬ শিকারে ইংল্যান্ড মাত্র ২৫৩ রানেই অলআউট হয়ে গেছে। ইংলিশদের ব্যাটিংয়ের পর ভারতের লিড দাঁড়ায় ১৪৩ রানের। দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে তারা আরও ২৮ রান যোগ করেছে, বিনিময়ে স্বাগতিকরা কোনো উইকেট হারায়নি। ফলে তাদের মোট লিড ১৭১ রান। ফলে দ্বিতীয় টেস্টে কার্যত চালকের আসনে রয়েছে রোহিত শর্মার দল। হায়দরাবাদের রোমাঞ্চকর টেস্ট জিতে ইংলিশরা ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
বুমরাহ’র দাপটে মাত্র ৫৫.৫ ওভারে শেষ ইংল্যান্ডের প্রথম ইনিংস। পুরো দু‘টি সেশনও ব্যাট করতে পারেনি বেন স্টোকসের দল। ওপেনিংয়ে নামা জ্যাক ক্রাউলি সর্বোচ্চ ৭৬ রান করেন। আরেক ওপেনার বেন ডাকেট করেন ২১ রান। ৫৯ রানে প্রথম উইকেটের পর, দ্বিতীয় উইকেট জুটিতে ৫৫ রান যোগ করে তারা। বুমরাহ’র বলে বোল্ড হলেন অলি পোপ (২৩) এবং বেন স্টোকস। ইয়র্কার বুঝতেই পারেননি তারা। তবে স্টোকস দলের হাল ধরেছিলেন মাঝে। যদিও ইংলিশ অধিনায়ক ৪৭ রানের ইনিংসটা আর বড় করতে পারলেন না। এর আগে জনি বেয়ারস্টো (২৫) ও জো রুট (৫) দুজনেই বুমরাহ’র বলে ক্যাচ দিয়েছেন। ফলে সফরকারীরা যে কাঙ্ক্ষিত রান পাবে না সেটাই অনুমেয় ছিল। শেষ পর্যন্ত আর কেউ ইংলিশদের টেনে নিতে পারেননি। টেল-এন্ডারে কেবল টম হার্টলি দুই অঙ্কের ঘরে (২১) পৌঁছাতে পেরেছেন। ফলে তারা অলআউট হয়ে যায় ২৫৩ রানে। বুমরাহ ৬ উইকেট নিতে খরচ করেছেন মাত্র ৪৫ রান। এছাড়া কুলদীপ যাদব ৩টি এবং এক উইকেট শিকার করেছেন অক্ষর প্যাটেল। এর আগে ভারতকে অলআউট করার পেছনে তিনটি করে শিকার করেছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন, রেহান আহমেদ ও শোয়েব বশির। ভারতের হয়ে ষষ্ঠ টেস্ট ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরি করেছিলেন জয়সওয়াল। ২৯০ বলে তিনি ১৯টি চার ও ৭টি ছক্কায় তিনি ২০৯ রান করেন। বলতে গেলে প্রথম ইনিংসে তিনি একাই টেনেছেন স্বাগতিকদের। এছাড়া শুভমান গিল ৩৪ এবং রজত পাতিদার ৩২ রান করেন।