২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

ভালুকায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে দুই পোশাক শ্রমিক নিহত

প্রতিদিনের ডেস্ক
ময়মনসিংহের ভালুকা উপজেলায় অটোরিকশা ও মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশার আরও ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন।শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার উথুরা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় গ্রামের মইজুদ্দিনের স্ত্রী আসমা আক্তার (৩৫) ও মোশাররফ হোসেনের স্ত্রী শিরিনা আক্তার (২৬)। তারা আপন দুই বোন।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক কাজল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালের দিকে অটোরিকশাটি হাতিবেড় থেকে ভরাডোবা বাজারের দিকে আসছিল। অটোরিকশাটি উথুরা বাজারে যেতেই বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আসমা ও শিরিন আক্তার মারা যান। এ সময় আহত হন নিহতদের আরেক বোনসহ তিনজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ভালুকা থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়