প্রতিদিনের ডেস্ক
প্রচণ্ড পেট ব্যাথার সমস্যা নিয়ে হাসপাতালের দারস্থ হয়েছিলেন রোগী। অবস্থা বেগতিক দেখে তাকে ভর্তি নেয় হাসপাতাল। পরে অবস্থা বুঝে তাকে অপারেশনের নির্দেশ দেন চিকিৎসকরা। অপারেশনের সময় তার পেট থেকে যা বেরুল তা দেখে তাজ্জব বনে গেছেন চিকিৎসকরা। ওই রোগীর পেট থেকে বেরিয়েছে শতাধিক পেরেক, স্ক্রু, নাট-বল্টু। এমনকি ধারালো ছুরিও। এমন অদ্ভূত ঘটনা ঘটেছে ইউরোপের দেশ লিথুনিয়ার একটি হাসপাতালে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বালটিক সমুদ্র সৈকতের পাশে অবস্থিত ক্লাইপেডিয়া বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনঘণ্টা ধরে এই অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অ্যালকোহলে আসক্ত ছিলেন রোগী। সেটি ছাড়ার পর গত এক মাস ধরে এগুলো ধাতব গিলেছেন তিনি। সার্জন সারুনাস ডাইলিদেনাস বলেন, এটি একটি অনন্য ঘটনা। তার পেট যেসব ১২২টি পেরেক, চারটি পিন, একটি টুথপিক এবং ভাঙা কাচের গ্লাস পাওয়া গেছে তার মধ্যে ৪ ইঞ্চির একটি ধাতব বস্তুও ছিল। অস্ত্রোপচারের পর তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।তবে আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।রোগীর এই অস্ত্রোপচারের বিষয়টি লিথুনিয়ার এলআরটি সাময়িকীতে এ নিয়ে নিবন্ধ প্রকাশিত হয়েছে। ক্লাইপেডিয়া হাসপাতালের চিকিৎসকরা এই ঘটনাকে ব্যতিক্রম বলে মন্তব্য করলেও এমন ঘটনা আরো কয়েকটি ঘটেছে।