২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

এক ম্যাচ হাতে রেখেই ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জয় অস্ট্রেলিয়ার

প্রতিদিনের ডেস্ক
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। এবার দ্বিতীয় ম্যাচেও ক্যারিবীয়দের হারালো অসিরা। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে তারা। রোববার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৫৮ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ১৭৫ অলআউট গেছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে স্বাগতিকরা জয় পেয়েছে ৮৩ রানের বড় ব্যবধানে। ব্যাট করতে নেমে একশ রানের আগেই (৯১ রানে) ৫ উইকেটে হারিয়ে বিপদে পড়ে অস্ট্রেলিয়া। তারপর অর্ধশত রানের দুটি জুটিতে লড়াই করার মতো একটি পুঁজি পায় অসিরা। ষষ্ঠ উইকেটে ম্যাথিউ শট ও অ্যারন হার্ডির ৭০ বলে ৫১ রানের জুটিতে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। হার্ডি ৩৬ বলে ২৬ রান করে আউট হয়ে গেলে বেশিক্ষণ থাকতে পারেননি শটও। ৫৫ বলে ৪১ রানের ইনিংস খেলেন শট। অষ্টম উইকেটে আরও একটি অর্ধশত রানের জুটি করেন সেন অ্যাবট ও উইল সুথারল্যান্ড। ৬৫ বলে ৫৭ রান করেন তারা। দলের হয়ে একমাত্র ফিফটি করেন লোয়ারঅর্ডারে নামা অ্যাবট। ৬৩ বলে ৬৯ রান (১ বাউন্ডারি ৪ ছক্কায়) করেন তিনি। ২৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ ৫১ বলে ৪০ রানের ইনিংস খেলেন ক্যাসি কার্টি। ৪১ বলে ২৫ রান করেন রস্টন চেজ। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট শিকার করেন জস হ্যাজলউড ও সেন অ্যাবট।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়