প্রতিদিনের ডেস্ক
অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নন্দা নিজের ইউটিউব চ্যানেলে সস্প্রতি একটি ভিডিও পডকাস্ট করেন। সেখানে অতিথি ছিলেন তার মা শ্বেতা নন্দা ও নানী জয়া বচ্চন। মজার ছলেই তিনজন মিলে গল্প করেন পডকাস্টে। গল্প করতে করতেই এবার জয়া বচ্চন একটা গোপন কথা ফাঁস করেছেন। জানালেন, উনি ওনার ছেলে অভিষেকের থেকে বেশি ভালোবাসেন তার মেয়ে শ্বেতাকে