২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

তুরস্কে পুলিশের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

প্রতিদিনের ডেস্ক:
তুরস্কে পুলিশের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

তুরস্কে পুলিশের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। শনিবার গভীর রাতে দেশটির গাজিয়ানটেপ প্রদেশে এ ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবরটি জানান। হেলিকপ্টারটি হাতায় বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং গাজিয়ানটেপ বিমানবন্দরের দিকে যাচ্ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাত সাড়ে ১০টার দিকে এটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইয়েরলিকায়া জানান, হেলিকপ্টারটি গাজিয়ানটেপের নুরদাগি জেলার কার্তাল গ্রামের কাছে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ সম্পর্কে পোস্টে কিছু উল্লেখ করেননি তিনি। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা এক বিবৃতিতে বলেছেন, আহত ব্যক্তি একজন প্রযুক্তিবিদ, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়