১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

রামপালে প্রতিবন্ধীকে ধর্ষণ ধর্ষক ইউসুফ আটক

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপালে এক বিশেষ চাহিদা সম্পন্ন যুবতী (১৮) কে ধর্ষণের অভিযোগে রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেছেন ভিকটিমের ভাই রবিউল ইসলাম। জানা গেছে, শনিবার (৩ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টায় উপজেলার বলিয়াঘাটা গ্রামের ভিকটিমের নিজ বাড়ীতে অবস্থান করছিল। এ সময় চকখন্দকার গ্রামের মৃত আ. বারেকের ছেলে ইউসুফ আলী (৫০) ওই বিশেষ চাহিদা সম্পন্ন যুবতীকে ধর্ষণ করে। এ সময় ভিকটিমের ডাক চিৎকারে প্রতিবেশী ও তার পরিবারের সদস্যরা ছুটে এসে ওই ধর্ষককে আটক করে পুলিশে খবর দেয়। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষক ইউসুফকে আটক করে। রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণের এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে আটক করে রবিবার বেলা ১১ টায় বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়