১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

লোকসান থেকে মুনাফায় হাক্কানি পাল্প

প্রতিদিনের ডেস্ক
গত বছরের (২০২৩ সালের) অক্টোবর থেকে ডিসেম্বর সময়ের ব্যবসায় মুনাফা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত হাক্কানি পাল্প। এতে অর্ধবার্ষিক (২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর) হিসাবে কোম্পানিটি মুনাফায় রয়েছে। আগের বছর কোম্পানিটি লোকসানে ছিল। লোকসান থেকে মুনাফায় ফেরার পাশাপাশি বেড়েছে কোম্পানিটির সম্পদের পরিমাণ। একই সঙ্গে ক্যাশ ফ্লো পজিটিভ অবস্থানে রয়েছে।
কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার (৪ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসই জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৩২ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয় ৩৭ পয়সা।এদিকে ২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৩৪ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয় ৮২ পয়সা।
কোম্পানিটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৪ টাকা ৬৩ পয়সা। যা ২০২২ সালের ডিসেম্বর শেষে ছিল ২২ টাকা ৭০ পয়সা।
অপারেটিং ক্যাশ ফ্লোর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৪ টাকা ৯২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ৩৭ পয়সা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়