প্রতিদিনের ডেস্ক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, যারা দেশের মানুষকে শান্তি দিতে পারে না তারাই ষড়যন্ত্র করে। এখনও সময় আছে, আপনারা (বিএনপি) শান্তি ও শৃঙ্খলার পথে ফিরে আসুন। দেশের মানুষকে নিয়ে ভাবুন। সত্যিকারের রাজনীতির পথে ফিরে আসুন।
রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় পিডব্লিউডি স্টাফ কোয়ার্টারে ঢাকা ৮ নির্বাচনি এলাকার ১৯, ২০ ও ২১ ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। যারা আমাদের সমৃদ্ধ দেশ গড়ার পেছনে বাধা হয়ে দাঁড়াবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের মোকাবিলা করবো। শেখ হাসিনার নেতৃত্বে দেশে যখন নতুন সরকার ইশতেহার বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছে, তখনই একটি গোষ্ঠী আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।’
আওয়ামী লীগ জবাবদিহির রাজনীতিতে বিশ্বাস করে মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই। দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা শেখ হাসিনার সঙ্গে আছি। এ দেশের মানুষই আমাদের আস্থা ও ভরসা। তারাই আমাদের ঠিকানা ও আশ্রয়স্থল। আমরা ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করতে চাই।’
তিনি বলেন, ‘মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতিতে আমাদের অনুপ্রেরণাস্থল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার পরামর্শ-নির্দেশনা অনুযায়ী আমরা সব সময় মানুষের পাশে থাকি। যে রাজনৈতিক দল মানুষের পাশে দাঁড়াতে পারে না, তারা কখনও মানুষের বন্ধু হতে পারে না। তারা কখনও মানুষকে আগলে রাখতে পারে না। তাদের রাজনীতি শুধু ব্যক্তি ও স্বার্থের। এই রাজনীতিকে আওয়ামী লীগ ঘৃণাভাবে প্রত্যাখ্যান করে।’
আওয়ামী লীগের নেতাকর্মীরা নাকি পুলিশ ছাড়া চলতে পারে না বিএনপি নেতাদের এমন কথার জবাবে নাছিম বলেন, ‘আমরা কখনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবজ্ঞা করিনি। আমরা মনে করি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজন আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ভর করে আওয়ামী লীগের সৃষ্টি হয়নি। আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা দেশের মানুষকে ভালবাসি। বিশ্ব দরবারে বাংলাদেশকে আসন দিতে চাই।’
শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জি এম আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন– ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা.দিলিপ রায়, আওলাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, মিরাজ হোসেন মিরাজ, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল বাসার, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন প্রমুখ।