৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোহাগ আলী, কালীগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা,শিক্ষক প্রতিনিধি,ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে আইন- শৃঙ্খলা, বাল্যবিবাহ, যৌতুক, আত্মহত্যা, মানসম্মত শিক্ষা,জনসেবা এবং দুর্নীতি বিরোধী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম বারোবাজারের শুরু হওয়া আশ্রয়ন প্রকল্পের কাজ পরিদর্শন, সরকারি দপ্তর ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে প্রধান অতিথি হিসাবে মতবিনিময় সভায় যোগদান করেন । কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ এস এম জাহাঙ্গীর সিদ্দীকি ঠান্ডু,কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শিবলী নোমানী, কালীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ইউপি চেয়ারম্যানবৃন্দ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়