প্রতিদিনের ডেস্ক
নিজের গল্পে অভিনয় করলেন ফারহান আহমেন জোভান। নাটকের নাম ‘আগন্তুক’। মাহমুদুর রহমান হিমির পরিচালনায় এতে জোভানের বিপরীতে রয়েছেন কেয়া পায়েল। কেএস এন্টারটেইনমেন্টের ব্যানারে সম্প্রতি নাটকটি উন্মুক্ত করা হয়েছে। এতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মুনিরা মিঠু। মো. কামরুজ্জামানের প্রযোজনায় এ নাটকটি প্রসঙ্গে জোভান বলেন, একটি ভিন্ন গল্প বলার চেষ্টা করা হয়েছে গল্পে। আমার বিশ্বাস ভালো লাগবে সবার।