১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

দেবহাটার বিএনপির প্রয়াত নেতা ময়না মোকছেদ ও শহিদুলের স্মরণে দোয়া

দেবহাটা প্রতিনিধি
দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে কুলিয়া বিএনপি প্রয়াত ৩ প্রয়াত নেতা যথাক্রমে ইউপি সদস্য সামছুজ্জামান ময়না, মোকছেদ আলী ও শহিদুল ইসলামের স্মরণে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি ২৪ ইং বাদ যোহর বহেরা বাজারের পাশে দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক পারুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ সিরাজুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, আহবায়ক কমিটির নেতা পারুলিয়া ইউপি বারবার নির্বাচিত চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান মুকুল, কুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল মোমিন, সমাজসেবক আলহাজ্ব রুহুল কুদ্দুস, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, যুগ্ন আহবায়ক আলতাফ হোসেনসহ উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে কিয়াম পেশ করেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপি নেতা শহিদুল ইসলাম। বক্তারা বলেন ইউপি সদস্য সামছুজ্জামান ময়নাসহ যে তিনজন মানুষ মারা গেছেন তারা অত্যন্ত ভাল মনের মানুষ ছিলেন। তাদেরকে হারিয়ে এলাকায়বাসী ও আমরা সকলে শোকাবিভূত। মিলাদ মাহফিল ও অনুষ্ঠান শেষে তাবারক বিতরণ করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়