৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

নড়াইলে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান

এসকে সুজয়,নড়াইল
নড়াইলে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’র আওতায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের ক্রেস্ট,সনদপত্র প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম,নড়াইলের আয়োজনে সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ৫ জন শ্রেষ্ঠ শিক্ষক ও ১০ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইল জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, নড়াইলের সহকারি পরিচালক দেবাশীষ বাইন। এ সময় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক -শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়