মাজাহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
খুলনার পাইকগাছায় ঘের সেচে নির্মাণাধীন রাস্তায় পানি দেয়ায় রাস্তার বাঁধ ভেঙ্গে ব্যাপক ক্ষতি হয়েছে। আবারও চলাচল বন্ধ হয়ে গেছে। উপজলার লতা ইউনিয়নের শচিয়ারবান্ধ নামক স্থানে এমন ঘটনা ঘটেছে। সোমবার সকালে শংকরদানা গ্রামের কিরণ মন্ডলের ছেলে চিংড়ী ঘের মালিক সুকৃতি মন্ডল তার ঘেরের পানি সেচে রাস্তায় দিলে এ অবস্থার সৃষ্টি হয়। ২০২৩ সালে পুতলাখালী থেকে আঁধার মানিক পর্যন্ত ১১ ‘শ মিটার রাস্তা পিচ করার জন্য মাঝখান থেকে মাটি কেটে দু-ধারে বাঁদ দিয়ে রাখা হয়। ফলে রাস্তার মাঝখানে খালের রুপ হয়ে পড়ে। বর্ষার সময় পানি জমে থাকায় কোথাও কোথাও বাঁশের সাকো দিয়ে দুপারের লোকেরা পারাপার হয়ে স্কুল,কলেজ হাট বাজারে যাতায়ত করতো। একারণে রাস্তায় দুদিন ধরে ধানের চারা রোপন করে সে সময় স্থানীয়রা প্রতিবাদ করে। কয়েকমাস ধরে চরম ভোগান্তিতে পড়ে এলাকাবাসী। সম্প্রতি কাজ শুরু হয়েছে। কিন্তু খুব ধীরগতিতে। রাস্তায় ঘেরের পানি দেয়ায় আবারও একই অবস্থার সৃষ্টি হয়েছে।এব্যাপরে ঘের মালিক সুকৃতির কাছে জানতে চাইলে তিনি বলেন,
এব্যাপারে ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস বলেন, আমি সারাদিন পরিষদের কাজে ব্যস্ত ছিলাম। বিষয়টি আমার জানা নেই। তবে এমন কোন কিছু হলে তার বিরুদ্ধে প্রশাসনকে অবহিত করে ব্যবস্থা নেয়া হবে।