প্রতিদিনের ডেস্ক
ধুমধাম করে বিয়ে হচ্ছে জয়পুরে। তার জন্য নাকি ফ্রিতে পোশাক চাইছেন ভারতের সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সুরভী চন্দনা। এমনই বিস্ফোরক অভিযোগ ডিজাইনার আয়ুষ কেজরিওয়ালের। ‘তারক মেহতা কা উলটা চশমা’, ‘কবুল হ্যায়’, ‘ইশকবাজ’, ‘সঞ্জীবনী’র মতো সিরিয়ালের অভিনেত্রী সুরভী এবার বিয়ে করছেন। এদিকে সম্প্রতি একটি মেসেজের স্ক্রিনশট শেয়ার করেন তিনি। সেখানে এক সেলিব্রিটি স্টাইলিস্টের পক্ষ থেকে সুরভীর বিয়ের অনুষ্ঠানের জন্য বিনামূল্যে পোশাক চাওয়া হয়। যার বিনিময়ে সোশ্যাল মিডিয়ায় ক্রেডিট দেয়ার কথাও বলা ছিল।