২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

রাচিনের ডাবল সেঞ্চুরিতে বে ওভালে নিউজিল্যান্ডের দাপট

প্রতিদিনের ডেস্ক
২০২৩ সালকে স্মরণীয় করে রেখেছেন রাচিন রবীন্দ্র। রঙিন পোশাকে দারুণ খেলার স্বীকৃতিতে টেস্টেও নিজেকে প্রমাণের সুযোগ পান। সফল ২৪ বছর বয়সী ব্যাটার। তিন টেস্টের ক্যারিয়ারে যার সর্বোচ্চ রান অপরাজিত ১৮, সেই তিনিই চতুর্থ ম্যাচে করে ফেললেন ২৪০! রাচিনের এই ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ৫১১ রান করেছে নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে ছয়জন নতুন মুখ নিয়ে নামা দক্ষিণ আফ্রিকা প্রত্যাশিতভাবে চাপে, দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে তাদের রান ৮০।
প্রথমবার একশ অতিক্রম করা ইনিংসকে মহাকাব্যিক ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন রাচিন। চা বিরতির আগে তাকে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল। ১১৮ রানে সোমবার খেলা শুরু করেছিলেন বাঁহাতি ব্যাটার। লাঞ্চের পর ৩৪০ বলে ২১ চার ও ১ ছয়ে দুইশতে পৌঁছান রাচিন। ৩৬৬ বলের ইনিংসে ছিল ২৬ চার ও ৩ ছয়। প্রতিপক্ষ অধিনায়ক নিল ব্র্যান্ডের কাছে বোল্ড হন তিনি। এর আগে রাচিনের সঙ্গে ১১৪ রানে অপরাজিত থেকে মাঠে নামেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ১১৮ রানে থামতে হয় তাকে। এরপর ড্যারিল মিচেলের সঙ্গে রাচিনের জুটি ছিল ১০৩ রানের। ৩৪ রানে মিচেল ব্র্যান্ডের শিকার। গ্লেন ফিলিপস ও রাচিন স্কোরবোর্ডে যোগ করেন ৮২ রান। তারপর খুব দ্রুত উইকেট পড়েছে। চা বিরতির পর ৩২ রানের ব্যবধানে শেষ তিন উইকেট পড়ে। গ্লেন ফিলিপস ৩৯ ও ম্যাট হেনরি ২৭ রান করে অবদান রাখেন। প্রোটিয়া অধিনায়ক ব্র্যান্ড অভিষেকে বল হাতে জাদু দেখান। এই স্পিনার ২৬ ওভার বল করে ১১৯ রান দিয়ে নেন ৬ উইকেট। দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে নেমে ৩০ রানে ৩ উইকেট হারায়। দশম ওভারে কাইল জেমিসন জোড়া আঘাত হানেন। ব্র্যান্ড ৪ ও রেনার্ড ফন টোন্ডার শূন্যতে তার শিকার হন। শেষ দিকে জুবায়ের হামজা ও ডেভিড বেডিংহ্যাম ৪৪ রানের জুটিতে প্রতিরোধ গড়েছিলেন। ২২ রানে হামজার বিদায়ে ভাঙে এই জুটি। ২৯ রানে অপরাজিত আছেন বেডিংহ্যাম ও ২ রানে খেলছেন কিগান পিটারসেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়