প্রতিদিনের ডেস্ক
বলিউড মডেল-অভিনেত্রী বরখা মদন। ১৯৯৬ সালে ‘খিলাড়িয়োঁ কা খিলাড়ি’ ছবির মাধ্যমে অভিষেক হয়েছিল তার। তারপর বেশকিছু ছবিতে দেখা গেছে তাকে। তবে এখন তিনি বলিউড ছেড়ে বৌদ্ধ ভিক্ষুর জীবনে অভ্যস্ত হয়ে পড়েছেন। এখন তার মাথা মোড়ানো, পরনে সন্ন্যাসীর পোশাক থাকে সবসময়। এ জীবন নিয়ে তিনি বেশ সন্তুষ্ট। কাঙ্ক্ষিত শান্তি খুঁজে পেয়েছেন বলে মনে করেন তিনি।