২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

কলারোয়া সীমান্তে ২ কোটি টাকার এলএসডি মাদকসহ আটক ১

কলারোয়া সংবাদদাতা
সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের এলএসডি মাদকসহ কুদ্দুস আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকালে কাকডাঙ্গা সীমান্ত এলাকায় মাদক জব্দ ও আটকের ঘটনা ঘটে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, ভারত থেকে বাংলাদেশে মাদক আসছে। এমন সংবাদে কাকডাঙ্গা এলাকায় ওঁৎ পেতে থাকে বিজিবি’র বিওপি কমান্ডার নায়েব সুবেদান আবু তাহের। এসময় বাইসাইকেলে আসা কুদ্দুস আলীকে আটক করে দেহ তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। তল্লাশিকালে কুদ্দুস আলীর জাম্পারের পকেট থেকে ৩ বোতল এলএসডি মাদক ও ২ বোতল মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের মুল্য প্রায় ২ কোটি টাকা। আটককৃত আসামিকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়