প্রতিদিনের ডেস্ক
বোঝা যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নতুন পরিকল্পনায় অগ্রসর হচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চের অবসরের পর সংক্ষিপ্ত ফরম্যাটে এখনও অধিনায়ক হিসেবে স্থায়ী কেউ নিয়োগ পাননি। ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স ফিরলেও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্বে থাকছেন মিচেল মার্শ। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, স্টিভেন স্মিথের মতো ব্যাটার ট্রাভিস হেডকে নিয়ে নিউজিল্যান্ড সফরে শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। কামিন্স, স্টার্ক, স্মিথ ও হেড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে বিশ্রামে ছিলেন। বলা যায় পরবর্তী ৬টি ম্যাচ মার্শের অধিনায়কত্বের ড্রেস রিহার্সেল। স্থায়ী ভিত্তিতে টি-টোয়েন্টি অধিনায়ক নিয়োগ দেওয়ার আগে তাকে দেখে নিতে চায় অজি টিম ম্যানেজমেন্ট। প্রধান নির্বাচক জর্জ বেইলিও সেই ইঙ্গিত দিয়েছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা কেমন দল চাচ্ছি সেটার একটা আগাম ধারণা দেবে পরবর্তী ৬টি ম্যাচ। পাশাপাশি কার কী ভূমিকা সেটার সম্পর্কেও।’ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েলিংটন ও অকল্যান্ডে ২১ থেকে ২৫ ফেব্রুয়ারি হতে যাওয়া সিরিজটি এই ফরম্যাটে অস্ট্রেলিয়ার শেষ সিরিজ। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।