১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ  । ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

নভোএয়ারের সব গন্তব্যের টিকিটে ১৫ শতাংশ মূল্যছাড়

প্রতিদিনের ডেস্ক
দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার তাদের সব উড্ডয়ন পথে টিকিটের ওপর ১৫ শতাংশ মূল্যছাড় ঘোষণা করেছে। এ মূল্যছাড়ের বাইরে কক্সবাজার ও কলকাতা ভ্রমণের ক্ষেত্রে ঘোষণা করা হয়েছে আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ। ঢাকা ট্রাভেল মার্ট উপলক্ষে এ মূল্যছাড় ও প্যাকেজ ঘোষণা করেছে বিমান সংস্থাটি। নভোএয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মূল্যছাড় ও বিশেষ প্যাকেজের সুবিধা নিতে হলে আগ্রহীদের ঢাকা ট্রাভেল মার্টে নভোএয়ারের প্যাভিলিয়নে এসে টিকিট কিনতে হবে। রাজধানীর সোনারগাঁও হোটেলে ৮ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী এ পর্যটন মেলা বা ট্রাভেল মার্ট অনুষ্ঠিত হবে।
নভোএয়ার বর্তমানে অভ্যন্তরীণ পথে প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, যশোর, সৈয়দপুর, সিলেট ও রাজশাহীতে উড্ডয়ন পরিচালনা করছে। আর আন্তর্জাতিক গন্তব্যে এখন পর্যন্ত বিমান সংস্থাটি উড্ডয়ন পরিচালনা করছে ঢাকা–কলকাতা পথে।
বিমানসংস্থাটি কক্সবাজার ও কলকাতার গন্তব্যে যে প্যাকেজ ঘোষণা করেছে, তার আওতায় রয়েছে দুই রাত তিন দিন হোটেলে থাকা ও আসা-যাওয়ার নভোএয়ারের বিমান টিকিটসহ অন্যান্য সুবিধা। ভ্রমণপিপাসুরা বিভিন্ন বেসরকারি ব্যাংকের কার্ড ব্যবহার করে বিনা সুদে ছয় মাসের সহজ কিস্তিতে এই প্যাকেজ কিনতে পারবেন। এ প্যাকেজের আওতায় কক্সবাজারের হোটেলগুলোর মধ্যে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, ওশান প্যারাডাইজ, লং বিচ, হোটেল দ্য কক্স টুডে, ডেরা রিসোর্ট, হোটেল রামাদা, সিগাল হোটেল, নিসর্গ হোটেল, বেস্ট ওয়েস্টার্ন, প্রাসাদ প্যারাডাইজ, উইন্ডি ট্যারেস, হোটেল সি প্যালেস, গ্রেস কক্স স্মার্ট হোটেল, হোটেল কল্লোল ও আলেগ্রো সুইটস।
এ ছাড়া কলকাতা প্যাকেজের আওতায় অন্তর্ভুক্ত হোটেলের মধ্যে রয়েছে হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল, দ্য পিয়ারলেস ইন ও হোটেল ক্যাম্পটন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়