২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

ভূমিকে হঠাৎ শাহরুখের কল…

প্রতিদিনের ডেস্ক
আগে কখনও সেভাবে কথা হয়নি তাদের। ফলে ভূমির মোবাইল ফোনে যখন শাহরুখের কল এলো, তখন রীতিমতো বিস্মিত হয়ে গেছেন তিনি। এরপর কী আলাপ হলো, সেটাও উচ্ছ্বাস ভরা কণ্ঠে জানালেন গণমাধ্যমকে। ঘটনা ‘ভক্ষক’ সিনেমাকে ঘিরে। এটি প্রযোজনা করেছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট। পুলকিত নির্মিত ছবিটির ট্রেলার এসেছে সম্প্রতি। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ভূমি পেড়নেকর।

তিনি জানান, ছবিটির শুটিং শেষ হওয়ার পর আচমকা শাহরুখের ফোনকল পান। নিউজ১৮-এর এক সাক্ষাৎকারে ভূমি বলেন, ‘যে দিন শুটিং শেষ হলো, আমার মনে আছে, আমি তখন রাতের খাবার খাচ্ছিলাম। আর মনে হচ্ছিল, যাক ছবিটা অবশেষে শেষ হলো। আমরা তখন লখনৌতে ছিলাম। শুটিং শেষ হওয়া উপলক্ষে একটা গেট-টুগেদার পার্টি হওয়ার কথা।

হঠাৎ শাহরুখ স্যার আমাকে কল করেন। সবাই তো জানে, তিনি কত বড় মনের মানুষ। তিনি শুধু আমাকে ধন্যবাদ জানানোর জন্য কল করেছিলেন। আমার তখন মনে হচ্ছিল, শাহরুখ খান আমাকে ধন্যবাদ জানাচ্ছেন!’ সেই ফোনকলে আরও একটি চমক ছিল ভূমির জন্য। সেটা শাহরুখের সঙ্গে অভিনয়ের প্রস্তাব। শাহরুখ জানতে চান, তার সঙ্গে কাজ করবেন কিনা। ভূমি বলেন, ‘এটা আমার ছোট বেলা থেকেই সবচেয়ে বড় ইচ্ছা।

সত্যিই আমি তার সঙ্গে কাজ করতে আগ্রহী, আশাবাদী।’ ‘ভক্ষক’ সিনেমাটির ট্রেলার শেয়ার করেও প্রশংসা করেছিলেন শাহরুখ। টুইটারে বাদশাহ লেখেন, ‘ছবিটির জন্য শুভকামনা। এটা একটা হার্ড-হিটিং সিনেমা এবং অভিনয়শিল্পীরাও অসাধারণ।’ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটিতে ভূমি ছাড়াও আছেন সঞ্জয় মিশ্র, আদিত্য শ্রীবাস্তব, সাই তামাঙ্কর প্রমুখ। আগামী ৯ ফেব্রুয়ারি এটি মুক্তি পাবে নেটফ্লিক্সে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়