প্রতিদিনের ডেস্ক
এবার রুচির দুর্ভিক্ষ বললেন অভিনেত্রী শাকিবা। অভিনেত্রী নিজের ফেসবুকে লিখেছেন, এই জাতির ভবিষ্যৎ অন্ধকার। ভেবেছিলাম বইমেলায় যাবো। রুচির দুর্ভিক্ষ বইমেলা পর্যন্ত পৌঁছায় গেছে। জানা গেছে, এবারের বইমেলায় বারিশ হক বই বের করেছেন। তার বইয়ের নাম পূর্ণতা। তাকে উদ্দেশ্য করে এমন কটাক্ষ করেছেন শাকিবা। শুধু বারিশ হককেই নয়, খন্দকার মুশতাক আহমেদ ও ডা. সাবরিনাকে উদ্দেশ্য করেও একই কথা বলেছেন তিনি।