প্রতিদিনের ডেস্ক
সিলেটপর্বের শেষদিনের খেলায় বিপিএলে এবারের আসরের প্রথম হারের স্বাদ পেয়েছিল খুলনা টাইগার্স। যে কারণে আজ এনামুল হক বিজয়ের দল খুলনার জয়ে ফেরার ম্যাচ। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোিরিয়ান্স।
এদিন টস জিতেছেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বুধবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লাও আছে ম্যাচ জয়ের মেজাজে। এখন পর্যন্ত ৫ ম্যাচে তিনটিতে জয় লিটন দাসের দলের। পয়েন্ট টেবিলে তিনে থাকা খুলনার পরেই কুমিল্লার অবস্থান।
কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশ
মোহাম্মদ রিজওয়ান, লিটন দাস (অধিনায়ক), উইল জ্যাকস, মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহিদ হৃদয়, খুশদিল শাহ, আমের জামাল, জাকের আলি, তানভির ইসলাম, আল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
খুলনা টাইগার্স একাদশ
এনামুল হক (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম, ফাহিম আশরাফ, নাহিদুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, আকবর আলি, নাসুম আহমেদ।