১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

পাইকগাছায় ঘের নিয়ে বিড়ম্বনা ফুফাতো ভাইয়ের নামে মামরা

মাজাহারুল ইসলাম মিথুন,পাইকগাছা
খুলনার পাইকগাছায় অসুস্থতার কারণে ফুফাতো ভাইকে ঘের দেখভালের দায়িত্ব দিয়ে বিপাকে পড়েছে মামাতো ভাই। এব্যপারে পাইকগাছা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। মামলার বিবারণে জানা যায়,উপজেলার হিতামপুর মৌজায় কপোতাক্ষ নদের পশ্চিম পাশে এক একর জমিতে পুরাইকাটী গ্রামের আব্দুস ছালাম দীর্ঘদিন ধরে চিংড়ী ঘের করে আসছে। যে জমি তিনি একসনা বন্দোবস্ত নিয়ে দখল করছেন। এব্যাপারে জনাব আলী মোড়লের ছেলে ঘের মালিক আব্দুস ছালাম মোড়ল বলেন,আমি ২০১২ সাল থেকে ঘের করে আসছি। গত তিন বছর আগে শারিরীক ভাবে অসুস্থ হয়ে পড়ি। একারণে তা দেখাশোনার জন্য আমার ফুফাতো ভাই গোপালপুর গ্রামের মজিবার দফাদারকে দায়িত্ব প্রদান করি। এবছর এসে জমির দখল না ছাড়ার পায়তারা করছে। একারণে পাইকগাছা নির্বাহী ম্যাজিস্ট্রেট আালতে ৩১ জানুয়ারী এম আর ৪৭/ ২০২৪ মামলা করি। বিজ্ঞ আদালত বিষয়টি তদন্ত পুর্বক প্রতিবেদন দাখিলের জন্য সহকারী ভুমি কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে। এব্যাপারে প্রতিপক্ষ মুজিবর দফাদার জানান, এঘের আগে তার ছিল এখন আমার দখলে আছে। এ কথা বলে তিনি মোবাইল সংযোগ বিছিন্ন করে দেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়