২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

পুরোনো গাড়ির নতুন এডিশন আনলো মারুতি সুজুকি

প্রতিদিনের ডেস্ক
জনপ্রিয় গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি পুরোনো জনপ্রিয় গাড়ির নতুন এডিশন আনলো। মারুতি সুজুকি ফ্রনক্স ভেলোসিটি এডিশন। এক্সটিরিয়র এবং ইন্টিরিয়রে আমূল পরিবর্তন হয়েছে নতুন গাড়ি। যোগ হয়েছে একাধিক আপডেট। মূলত গাড়িতে অতিরিক্ত ১৬টি অ্যাক্সেসরিজ অফার করেছে মারুতি সুজুকি।
নতুন অ্যাক্সেসরিজগুলোর মধ্যে রয়েছে গ্রে ও ব্ল্যাক এক্সটিরিয়র স্টাইলিং কিট, ডোর ভাইসর, ওআরভিএম কভার, হেডল্যাম্প গার্নিশ, ইলিউমিনেটেড ডোর সিল গার্ড, রেড ড্যাস ডিজাইনার ম্যাট, থ্রিডি বুট ম্যাট, স্লিভ সিট কভার, ফ্রন্ট গ্রিল গার্নিশ ইত্যাদি।
গাড়ির ইঞ্জিনের ক্ষেত্রে মিলবে দু’রকম বিকল্প- ১.২ লিটার পেট্রোল এবং ১ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন। এছাড়াও একটি ৯০এইচপি ১.২-লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন ফ্রঙ্কসে রয়েছে। যা বিভিন্ন মারুতি গাড়িতে কাজ করে। এই ইঞ্জিনটি একটি ৫-স্পিড ম্যানুয়াল বা ৫-স্পিড এএমটি যুক্ত।
৭০টি সেফটি ফিচার থাকছে হুন্দাইয়ের গাড়িতে
ফ্রনক্স একটি সোজা বনেট স্প্লিট হেডল্যাম্পের মতো কিছু ডিজাইনের উপাদান পায়, যা গাড়িটিকে দেখতে মারুতি সুজুকির ফ্ল্যাগশিপ গ্র্যান্ড ভিটারা এসইউভির মতো তৈরি করেছে। এটি ফাক্স স্কিড প্লেট ও ক্রোমের সঙ্গে চাঙ্কিয়ার ডিজাইন পেয়েছে।
এই গাড়ি পিছনের বাম্পারের সঙ্গে স্কিড প্লেটও পাবেন। ১৭-ইঞ্চি মাল্টি-স্পোক অ্যালয়গুলো ফ্রঙ্কসের জন্য অনন্য অনুভূতি দেবে। এতে অন্য কোনো মারুতি মডেলের সঙ্গে শেয়ার করা হয়নি।
এই সব অ্যাক্সেসরিজ কেনার জন্য বাড়তি কিছু খরচ করতে হবে। গাড়ির সব টার্বো ভ্যারিয়েন্ট-ডেল্টা +, জেটা এবং আলফা মডেলে পাওয়া যাবে এই সব অ্যাক্সেসরিজ। নতুন দাম রয়েছে ভারতীয় বাজারে ৭ লাখ ৫১ হাজার রুপি থেকে ১৩ লাখ ৪ হাজার রুপি (এক্স-শোরুম)।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়