১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

দ্বিতীয় দিনে আওয়ামী লীগের ৫২২ ফরম বিক্রি, আয় আড়াই কোটি

প্রতিদিনের ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দ্বিতীয় দিনে ৫২২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে তাদের আয় ২ কোটি ৬১ লাখ টাকা।
বুধবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০ টাক থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বিতীয় দিনের মতো চলে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার কাজ। শুরু হয়েছে মঙ্গলবার সকাল থেকে। মঙ্গলবার ৮১০টি ফরম বিক্রি হয়েছে।
নিয়ম অনুযায়ী এ সংসদে সংরক্ষিত আসনের ৫০টির মধ্যে ৪৮টি আওয়ামী লীগের। দুটি বিরোধী দলের জন্য নির্ধারিত। ৪৮ আসনে মনোনয়ন দিতে আগ্রহী প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ ফরম বিক্রি ও জমা নেওয়া হবে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত। ৫০ হাজার টাকার বিনিময়ে যে কেউ এনআইডির ফটোকপি নিয়ে গিয়ে ফরম নিতে পারবেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়