প্রতিদিনের ডেস্ক
বাসায় রাউটারের মাধ্যমে ওয়াই-ফাই সংযোগ ব্যবহারে গতি কম পাওয়ার অভিযোগ হরহামেশাই সামনে আসছে। এক ঘরে রাখা রাউটার থেকে বাসার সব জায়গায় সমান গতি বা নেটওয়ার্ক পাওয়া যায় না। এটি খুব বড় কোনো সমস্যা নয়। চাইলে বেশকিছু পদ্ধতি অনুসরণের মাধ্যমে ঘরে ওয়াই-ফাইয়ের গতি বাড়িয়ে নেয়া সম্ভব। লাইটওয়্যার সূত্রে এ বিষয়ে বিস্তারিত জানা গেছে।
প্রথমেই রাউটার রাখার ভালো জায়গা নির্ধারণ করতে হবে। বাসার মাঝামাঝি কোনো জায়গায় রাউটার রাখতে হবে। এর ফলে বাসার অধিকাংশ জায়গা নেটওয়ার্কের আওতায় থাকবে।
দ্বিতীয় ধাপে ওয়াই-ফাই রেঞ্জ এক্সটেন্ডার ব্যবহার করা যেতে পারে। পুরো বাড়িতে ওয়াই-ফাই নেটওয়ার্কের পরিধি বাড়ানোর জন্য এটি খুবই কার্যকর একটি উপায়।
তৃতীয় পদ্ধতি বা সমাধান হচ্ছে শক্তিশালী রাউটার ব্যবহার করা। অনেকদিন ধরে একটি রাউটার ব্যবহার করতে থাকলে সময়ের সঙ্গে এর কার্যক্ষমতাও কমে আসবে।
চতুর্থ ধাপে ওয়াই-ফাইয়ের সেটিংস অপ্টিমাইজ করে নেয়া যেতে পারে। কাছাকাছি নেটওয়ার্ক ব্যবহারে সমস্যা এড়াতে চ্যানেল অ্যাডজাস্টমেন্ট করা যেতে পারে।