প্রতিদিনের ডেস্ক
অ্যাপলের জন্য আইফোন উৎপাদন করে ফক্সকন। ২০২৩ সালে কোম্পানিটির ব্যবসায়িক কার্যক্রম বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্য দিয়ে গেছে। চলতি বছরও বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ থাকবে। তবে এর মধ্যেও প্রবৃদ্ধি অর্জনের বিষয়ে আশা প্রকাশ করেছে প্রযুক্তি কোম্পানিটি। খবর গিজমোচায়না।
কোম্পানির বার্ষিক কর্মী সম্মেলনে এ আশার কথা জানান ফক্সকনের চেয়ারম্যান লিউ ইয়াং। বড় চ্যালেঞ্জ থাকলেও চলতি বছর কোম্পানি ভালো অবস্থানে থাকবে বলেও জানান তিনি।
চীনা কোম্পানিগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে ফক্সকনও (হন হাই প্রিসিশন ইন্ডাস্ট্রি) ক্ষতিগ্রস্ত হয়েছে। কোম্পানির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এআই সার্ভারের জন্য পর্যাপ্ত চিপ না থাকা। পরবর্তী প্রজন্মের প্রযুক্তি উন্নয়নে এ চিপ জরুরি। এ চিপের চাহিদা ঊর্ধ্বমুখী থাকলেও এর উৎপাদন হার খুবই সীমিত। ক্রমবর্ধমান এ চাহিদা পূরণে নতুন কারখানা নির্মাণের বিষয়েও ইঙ্গিত দিয়েছেন লিউ।