২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

নড়াইলে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন অপরজনকে পাঁচ বছরের কারাদণ্ডের রায়

এসকে সুজয়, নড়াইল
নড়াইলে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরজনকে পাঁচ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন বিচারক। বৃহস্পতিবার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আকরাম হোসেন এ রায় দেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত নাসির উদ্দিন শেখ (৪৪) নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রঘুনাথপুর পূর্বপাড়ার মৃত রোস্তম আলীর শেখের ছেলে। পাঁচ বছরের দন্ডপ্রাপ্ত আলম শেখ (৩৭) একই ইউনিয়নের নাকসী মিস্ত্রি পাড়ার মৃত আব্দুল আজিজ শেখ ওরফে কুটি মিয়া শেখের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, মাদক কেনা-বেচার গোপন সংবাদের ভিত্তিতে ২০১৩ সালের ২২ অক্টোবর ভোরে নড়াইল সদর উপজেলার মালিবাগ মোড় থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ নাসির উদ্দিন শেখকে এবং আলম শেখকে আটক করে পুলিশ। এ মামলায় ৮ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আসামীদের সাজা দিয়ে এ রায় ঘোষনা দেন। রায় ঘোষনা সময় আদালতে দুইজনই উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়