১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে তুচ্ছ ঘটনার জেরে কলেজ ছাত্রকে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক
যশোরে তুচ্ছ ঘটনার জেরে আসিফ সরদার (২০) নামে এক কলেজ ছাত্রকে পিটিয়ে আহত করেছে তার রুমমেট। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে শহরতলী জামরুলতলার গোলদ্বার মোড় এলাকার। তিনি যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল টেকনোলজি বিভাগের ৫ম বর্ষের ছাত্র ও ঝিনাইদহ বারোবাজারের ঘোপপাড়ার এহিয়া সরদারের ছেলে।আহত আসিফ জানান,একই কলেজের ও বর্ষের ইলেক্ট্রিকাল বিভাগের ছাত্র আব্দুল আওয়ালের সাথে শহরতলী জামরুলতলার গোলদ্বার মোড় এলাকার নান্নু মিয়ার ভাড়া বাসায় তারা একরুম নিয়ে রুমমেট হিসেবে ভাড়া থাকেন। বেশ কয়েকদিন তার সাথে আব্দুল আওয়ালের বনিবনা হচ্ছিল না। বৃহস্পতিবার দুপুরে তুচ্ছ ঘটনার জেরে সে তাকে লাঠি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় এসময় তিনি অচেতন হয়ে পড়েন। পরে আশেপাশের লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, তার মাথায়সহ ডান হাতে আঘাতের চিহ্ন রয়েছে। যেহেতু তার মাথায় আঘাত তাই ২৪ ঘন্টা পার না হলে কিছু বলা যাচ্ছে না। তার অবস্থা আশংকাজনক।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়