২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জর জহুরুল এগ্রোফুড নামক প্রতিষ্ঠানের সম্পদ নিলাম : আদালতে মামলা

সোহাগ আলী, কালীগঞ্জ
ঝিনাইদহর কালীগঞ্জর জহুরুল হক জহুর (জহুর ডাক্তার) মতিঝিল (ঢাকা) অগ্রনী ব্যাংক শাখা থক ১৫ কোটি টাকার অধিক অর্থ আত্মসাত করায় ব্যাংকটি তার বিরুদ্ধে মামলা দায়ের করাসহ তার সম্পদ নিলামে তোলার বিজ্ঞপ্তি দিয়ে পত্রিকায় একটি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করছে ।ব্যাংক সূত্র জানাগছে ,কয়কে বছর পূর্বে শেখ জহুরুল এগ্রোফুড প্রডাক্টস ইন্ডাস্ট্রিজ (অটোরাইচমিল) নামের একটি কোম্পানীত বিনিয়োগের জন্য অগ্রনী ব্যাংক মতিঝিল শাখা থেকে জহুরুল হক প্রায় ১৪ কাটি টাকা ঋন নেন । যা সুদেআসলে ২০২৪ সালর জানুয়ারীর পূর্বে ১৫ কাটি ২২ লাখ ৩ হাজার ৪৬৯ টাকা ৬৬ পয়সায় এসে দাড়িয়েছে ।গত কয়েক বছর ব্যাংকটি বারংবার তাগিদ দিলেও জহুরুল হক তাতে কর্নপাত করেননি ।সর্বশেষ ব্যাংকটি অর্থঋন আদালতে আইন ২০০৩ এর ৩৩ (১) ধারায় ঝিনাইদহ যুগ্মজেলা জজ ও অর্থঋন আদালত (২) এ একটি মামলা দায়ের করে।এরপর গত ২৮ জানুয়ারী ব্যাংকটি তার নিজস্ব বিধি অনুযায়ী জহুর ডাক্তারের বন্ধকী সম্পত্তি নিলামে তোলার সিদ্ধান্তনেয় । খোজ নিয়ে জানা গেছে ,জহুরুল হক ডাক্তার না হয়েও জহুর ডাক্তার পরিচয় দিতে স্বাছন্দ বোধ করেন । বিতর্কিত এ ডাক্তারের কালীগঞ্জ শহরে দারুস শেফা নামের একটি প্রাইভট ক্লিনিক আছে ।এ ক্লিনিকের বিরুদ্ধে প্রসুতি মাকে অস্ত্রপাচারে ভুল চিকিৎসাসহ একাধিক অভিযোগ রয়েছে ।সরজমিনে গিয়ে দেখা গেছে , শেখ জহুরুল এগ্রোফুড প্রডাক্টস ইন্ডাস্ট্রিজ নামের কাম্পানীর কোন অস্তিত্ব নেই ।শুধু শহরের বেজপাড়া নামক স্থানে একটি ঘরের গেটে সাইনবার্ড লাগানো আছে । অভিযোগ আছে ,প্রভাবশালী হওয়ায় ব্যাংক কর্মকর্তাদের উপর অধিকাংশ সময় তিনি প্রভাব বিস্তার করেন। এ ব্যাপার জহুরুল হকের সাথে যোগাযোগরে চেষ্টা করা হলে তার ব্যবহারিত মুঠফোনটি রিসিভ করেননি তিনি । জহুরুল হকের সম্পদ নিলামের ব্যাপার অগ্রনী ব্যাংকর জিএম নুরুল হুদা (খুলনা) জানান, ব্যাংক তার নিয়ম অনুযায়ীই কাজ করছে । ঋন খেলাপী হলে তার সম্পদ নিলামে উঠবে এটাই স্বাভাবিক ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়