প্রতিদিনের ডেস্ক
স্মার্টফোনের বাজারে ফোল্ডেবল ডিভাইস এখন অন্যতম আকর্ষণের বিষয়। গুগল গত বছর পিক্সেল ফোল্ড বাজারজাতের মাধ্যমে এ খাতে প্রবেশ করে। সম্প্রতি অনলাইন জগতে গুঞ্জন উঠেছে চলতি বছরের শেষ নাগাদ পিক্সেল ফোল্ড ২ ডিভাইস উন্মোচন করতে পারে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি। খবর গিজচায়না।
ফাঁস হওয়া তথ্যের বরাতে অ্যান্ড্রয়েড অথরিটি জানায়, নতুন ডিভাইসের পারফরম্যান্স আগের তুলনায় আরো উন্নত হবে। পিক্সেল ফোল্ডে টেনসর জি২ চিপসেট ব্যবহার করা হয়েছিল। নতুন ডিভাইসে জুমাপ্রো প্লাটফর্মের সঙ্গে আরো উন্নত প্রসেসর ব্যবহার করা হতে পারে। বাজার বিশ্লেষকদের মতে, এটি টেনসর জি৪ হতে পারে।
পারফরম্যান্সে পরিবর্তন বা আপডেট আনার কারণে বিশ্লেষকরা মনে করছেন পিক্সেল ফোল্ড ২ বাজারজাতে সময় বেশি লাগবে। কেননা, ২০২৩ সালের মে মাসে পিক্সেল ফোল্ড বাজারে আসে। কিন্তু গুঞ্জন রয়েছে চলতি বছরের অক্টোবরে পিক্সেল ৯-এর সঙ্গে এটি প্রকাশ্যে আসতে পারে।
টেনসর জি৪ চিপ সম্পর্কে সেভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। বিভিন্ন প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত বছর বাজারে আসা জি৩-এর তুলনায় এটি আরো উন্নত হবে। চিপসেট আপডেট ছাড়াও এর সঙ্গে ১৬ জিবি এলপিডিডিআর৫ র্যাম ও ২৫৬ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজ দেয়া হতে পারে। এর মাধ্যমে মাল্টিটাস্কিংয়ের পাশাপাশি তথ্য ব্যবস্থাপনা আরো সহজ হবে।
গুগলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে পিক্সেল ফোল্ড ২ বাজারজাতের বিষয়ে সেভাবে কিছু জানানো হয়নি।