তুরান হোসেন রানা, বটিয়াঘাটা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বটিয়াঘাটার আয়োজনে বোরো ধানের পোকা দমনে পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সুরখালী ইউনিয়নের সুখদাড়া গ্রামে কৃষক কৃষাণীদের উদ্বুদ্ধ করণের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে পার্চিং উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ধ্রুব জ্যোতি সরকার, সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা সরদার আব্দুল মান্নান। উপসহকারী কৃষি কর্মকর্তা সরদার আব্দুল মান্নান বলেন, পার্চিং প্রযুক্তি হলো পরিবেশ বান্ধব প্রযুক্তি। একটি ফিঙ্গে পার্চিংয়ে বসে সারাদিনে অন্তত ৩০ টি করে পোকা, মথ, ডিম, কীড়া ও পুত্তলি খেয়ে ফেলে। এতে কৃষক লাভবান হয় ও ফসলের উৎপাদন খরচ কমে যায়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবুবকর সিদ্দিক জানান, পার্চিংয়ের উদ্দেশ্য হলো পরিবেশ রক্ষার জন্য কীটনাশক ব্যবহার না করে কৃষকের খরচ কমিয়ে দেওয়ার একটি প্রযুক্তি। যা বোরো ধানের মাঠে মরা ডাল পালা পুঁতে পোকা খেকো পাখি বসার ব্যবস্থা করে দেওয়া। যাতে পাখিগুলো ডালের উপর বসে অনেক ক্ষতিকারক পোকাগুলো খেয়ে ফেলে। তাই কৃষি উন্নয়নের ক্ষেত্রে পার্চিং এর কোন বিকল্প নেই।