২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

নড়াইলে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

এসকে সুজয়,নড়াইল
নড়াইল সদর উপজেলার গোবরা খেয়াঘাট এলাকা থেকে চিত্রা নদীর তীর থেকে বৃদ্ধ অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন নদীর তীরে আনুমানিক ৬০ বছর বয়সী নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে অজ্ঞাত বৃদ্ধ ওই নারীর লাশ সদর উপজেলার গোবরা এলাকায় চিত্রা নদীর কূলে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।সোয়েটার পরিহিত ওই নারীর শরীরে তেমন কোন কাপড়-চোপড় ছিল না।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম আরও বলেন,ময়না তদন্তের জন্য নারীর মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।মরদেহে আঘাতের তেমন কোন চিহ্ন পাওয়া যায়নি।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে ওই নারীর মৃত্যু হতে পারে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়