প্রতিদিনের ডেস্ক
অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তাকে ভর্তি করা হয়েছে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে অচেতন হয়ে পড়েন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকার মিডিয়া ম্যানেজার অর্নিল হাসান। তিনি জানান, বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটের দিকে নিজ বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন ফারিয়া৷ অচেতনও হয়ে যান। তখনই রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সবার কাছে ফারিয়ার দ্রুত আরোগ্যলাভের জন্য দোয়া প্রার্থনাও করেছেন।
এদিকে এমন বার্তার সঙ্গে সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবিও প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে অচেতন হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন নুসরাত ফারিয়া। হাতে ক্যানোলা, চলছে সেলাইন। অর্নিল জানান, মেয়ের এই ছবিটি তুলেছেন তার মা মিসেস পারভিন।
বিজ্ঞাপন
তবে, এর বাইরে নায়িকার অচেতন হবার কারণ জাবা যায়নি এখনও। তবে, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল নাগাদ ফারিয়ার অবস্থা কিছুটা উন্নতির দিকে।পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যাবে অসুস্থ হয়ে পড়ার আসল কারণ।