১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যুবলীগ নেতার উপহারের ঘরে দুর্দশা ঘুচলো শিখা নাথের

প্রতিদিনের ডেস্ক
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নাথ পাড়ার বাসিন্দা শিখা নাথ। ওই গ্রামের কৃষ্ণ নাথের মেয়ে তিনি। তার ছোট দুই সন্তান রয়েছে। স্বামী মানসিক ভারসাম্য হারিয়ে কয়েক বছর আগে নিরুদ্দেশ। সেই থেকে বাপের ভিটায় পলিথিন মুড়িয়ে কুঁড়েঘর বানিয়ে দুই সন্তানকে নিয়ে মানবেতর দিনযাপন করে আসছেন শিখা নাথ।
সাম্প্রতিক সময়ে তার কুঁড়েঘরটি একেবারে ভঙ্গুর হয়ে যায়। শীত, বৃষ্টি কিংবা খরতাপে পুড়ে দুর্দশার মধ্যে শিখাকে দিনাতিপাত করতে হচ্ছিল দুই সন্তান নিয়ে। অবশেষে তার সেই দুর্দশা ঘুচাতে এগিয়ে এলেন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহাদাৎ হোসেন। নিজের টাকায় কাঠ ও টিন দিয়ে শিখা নাথকে ঘর বানিয়ে দিয়েছেন তিনি।বৃহস্পতিবার ঘরটির নির্মাণ শেষ হয়। নতুন ঘর উপহার পেয়ে শিখা নাথের দুর্দশা ঘুচেছে। তার দুই সন্তানও খুশি ঘর পেয়ে।
শাহাদাৎ হোসেন বলেন, ১৫-২০ দিন আগে শিখা নাথের বিষয়ে জানতে পারি। তার বাড়ি গিয়ে নতুন ঘর করার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করি। শিখা নাথের মতো অসহায় পরিবারের পাশে দাঁড়ানো সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব।
বৃহস্পতিবার নতুন ঘরটি শিখা নাথকে বুঝিয়ে দেওয়ার সময় উপস্থিত ছিলেন, বোয়ালখালী উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক মো. মোজাম্মেল হক বকুল, মো. কুতুব উদ্দিন মেম্বার, মো. নাঈম উদ্দীন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা ধনপতি নাথ, যুবলীগ নেতা মো. পারভেজ, মো. গিয়াস, মো. সোহেল, সাহেদ, এনাম, মিজান, বাদশা, পারভেজ, আরশাদ, তারেক, খোরশেদ, কাদের ও রিয়াজ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়