২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

এআই রোবোকল নিষিদ্ধ করতে যাচ্ছে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা

প্রতিদিনের ডেস্ক
এআইয়ের মাধ্যমে রোবোকল (কৃত্রিম ভয়েস কল) নিষিদ্ধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি)। মূলত আগে থেকে রেকর্ড করা ভয়েস মেসেজ স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারাইজড অটো ডায়ালারের মাধ্যমে যখন গ্রাহকদের নিকট পাঠানো হয়, এ ধরনের বিশেষ কলকে রোবোকল বলা হয় থাকে। সম্প্রতি এ রোবোকল-সংক্রান্ত একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন এফসিসির কমিশনাররা। এর আগে গত মাসের শেষের দিকে রোবোকল নিষিদ্ধের জন্য একটি প্রস্তাব উত্থাপন করা হয়। খবর এনগ্যাজেট।
টেলিফোন কনজিউমার প্রটেকশন অ্যাক্ট (টিসিপিএ) অনুসারে, এআই জেনারেটেড ভয়েস ব্যবহার করে তৈরি রোবোকলকে ‘কৃত্রিম ভয়েস কল বলে চিহ্নিত করেছে এফসিসি কর্তৃপক্ষ। এটি অবৈধ অনুশীলন বলেও জানিয়েছেন তারা। ফলে রোবোকল বন্ধ সংক্রান্ত রায় অবিলম্বে কার্যকর করার ওপর জোর দিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।
এফসিসি চেয়ারম্যান জেসিকা রোজেনওয়ারসেল এক বিবৃতিতে জানান, স্ক্যামাররা ও সাইবার অপরাধীরা ভুয়া কলের মাধ্যমে চাঁদাবাজি, সেলিব্রিটিদের ভয়েস ব্যবহার করে প্রতারণা এবং ভোটারদের ভুল তথ্য জানানোর জন্য রোবোকল ব্যবহার করছে। এসব রোবোকলের পেছনে থাকা অপরাধীদের শনাক্তে কাজ করে যাচ্ছে মার্কিন আইন নিয়ন্ত্রক সংস্থাগুলো।
এছাড়া টিসিপিএর আইনের অধীনে জরিমানা করার ক্ষমতাও রয়েছে এফসিসির কাছে। গত বছর একটি কোম্পানিকে ৩০ কোটি ডলার জরিমানা করেছিল সংস্থাটি। তিন মাসে প্রায় ৫০০ কোটির বেশি অবৈধ রোবোকল করার অপরাধ অভিযোগ ছিল সংস্থাটির বিরুদ্ধে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়